আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হকারদের সুখে দুঃখে আছি এবং থাকব: সংবাদচর্চার প্রকাশক

হকারদের

হকারদের

সংবাদচর্চা ডটকম: দৈনিক সংবাদচর্চার উদ্যোগে সারা দেশে হকারদের সাথে মত বিনিময় সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার স্টাফকোয়াটার ও গাউছিয়া হকার সমিতির সদস্যদের সাথে মত বিনিময় সভা করা হয়েছে।রূপসী প্রিমা টাওয়ারে এ মতবিনিময় সভা দৈনিক সংবাদচর্চার প্রকাশক মুন্না খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় হকারদের উদ্দেশ্যে মুন্না খানঁ বলেছেন,কোন কাজ কে ছোট মনে করতে নেই। হকারদের সুখে-দুঃখে আছি এবং থাকব। আপনারা প্রচার মাধ্যমের গুরুত্ব পূর্ণ অঙ্গ। সংবাদচর্চা দেশের চলমান ঘটনা সমূহ বস্তু নিষ্ঠভাবে তুলে ধরতে কাজ করে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

হকার সমিতির সদস্যরা বলেছেন,সংবাদচর্চার পাঠকের পরিমাণ বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জাতীয় খবরের পাশাপাশি স্থানীয় খরব বেশি থাকায় গ্রহকদের আস্থা বেশির ভাগই সংবাদচর্চার উপর রয়েছে।

এ সময় তারা স্থানীয় খরব বেশি বেশি ছাপানোর আশাবাদ ব্যক্ত করেছেন।সারাদেশে হকারদের মাধ্যমে পত্রিকা সরবরাহ করার অনুরোধ জানান কর্তৃপক্ষকে।

স্টাফকোয়াটার ও গাউছিয়া হকার সমিতির সুপারভাইজার জাহিদের নেতৃত্বে প্রায় ৫০ জন হকার অংশ গ্রহণ করে।

মতবিনিময় সভাশেষে সময় দৈনিক সংবাদচর্চার পক্ষ থেকে হকারদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন প্রকাশক মুন্না খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক তপু সারোয়ার ,সজল মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি তুহিন মোল্লা প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ