সংবাদচর্চা রিপোর্ট
হকারদের হুশিয়ারী দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, হকাররা কি সবার চেয়ে বড় নাকি! আবারও যদি রাস্তায় হকার বসে আবার যদি আমার যেতে হয়, আমি যাবো। কিন্তু বঙ্গবন্ধু রোডে হকার বসবে না মানে বসবে না। হকার মার্কেট করে দিয়েছি, তারপরেও কেনো হকার বসবে? বঙ্গবন্ধু রোডে এতো কি মধু?
রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি হকারদের উদ্দেশ্যে এসব বলেন।
আইভী বলেন, কয়েকজন হকারের জন্য লাখ লাখ মানুষকে কষ্ট দেয়া যাবে না। হকার নেতা রহীম মুন্সির ৫ তলা বাড়ি আছে। আর তাই আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে করে খোঁজ খবর নেয়া হয়, যে কার কয়টা বাড়ি আছে। এসবের তদন্ত হওয়া উচিৎ। কেনো তারা মানুষকে জিম্মি করে রাখবে। এই হকার ইস্যুতে গত বছর ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জের বিশিষ্ট সন্ত্রাসী শাহ নিজাম ও নিয়াজুল আমাকে প্রকাশ্যে গুলি করেছিলো।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জাতীয় শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এহেতেশামুল হক প্রমূখ।