আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় লেগুনার ধাক্কায় সায়মন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ভোর ৫টায় দূর্ঘটনাটি ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিমউদ্দিন জানান, রবিবার ভোরে সায়মন নামে ওই যুবক সানারপাড় বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি লেগুনা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, সড়ক দূর্ঘটনার ঘটনায় ঘাতক লেগুনা (ঢাকা মেট্রো-ছ-১১-০৫৩৯) ও লেগুনার চালক সুমনকে (১৭) আটক করা হয়েছে। নিহত সায়মন পটুয়াখালি জেলার রাঙ্গাবালী থানার তুলাতুলি মনি পাড়া এলাকার জহির মিস্ত্রীর ছেলে। সে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার মাসুম বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া।