সংবাদচর্চা অনলাইনঃ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যাত্রীদের স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব নিশ্চিত না করায় ৭টি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৫ জুলাই) বিকাল ৪ টায় নগরীর জালকুড়ি ও ভূইগড় এলাকায় চলমান গন পরিবহন গুলো ঠিকমত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কিনা তা তদারকির জন্য এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরে স্বাস্থ্যবিধি না মেনে পাশাপাশি সিটে দুই জন করে বসিয়ে নেওয়া, দাড়িয়ে যাত্রী নেওয়া, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার না রাখা, স্যানিটাইজার হিসেবে ময়লা পানি ব্যবহার করায় ৭ টি পরিবহনকে জরিমানা করা হয়। একইসাথে মাস্ক পরিধান না করে ঘোরাফেরা করার অপরাধে ৮ জনকে জরিমানা করা হয়।