সংবাদচর্চা রিপোর্ট:
যুব সমাজকে মাদক ও জঙ্গীবাদ থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী।
শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কুশাবো এলাকায় কুশাবো স্পোটিং ক্লাবের উদ্যোগে ১১ তম বাষিক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তৃতায় নারী নেত্রী হাছিনা গাজী বলেছেন.যুব সমাজকে মাদক ও জঙ্গীবাদ থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ সময় তিনি, দেশ বিরোধী চক্র, যুদ্ধাপরাধী, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রোকন মিয়া, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল হোসেন মাসুম, সাত্তার সুমন, সোহেল তাজ, কাজেম মোল্লা, মাহাবুবুর রহমান, জাকারিয়া হোসেন।