আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে আড়াইহাজার উপজেলায় স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদচর্চা ডটকম:

আড়াইহাজার উপজেলায় নানা আয়োজনে ৪৮তম মহান স্বাধীনতা  দিবস উদযাপন করা  হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহিদেদর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সকালে  স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়নগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল মিয়া।

ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মামুন মজুনদার, কৃষি কর্মকর্তা আবদুল কাদির, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, থানা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি শফিকুল ইসলাম শরীফ, সাবেক ভিপি নাঈম মোল্লা, আমির হোসেন, শহীদ উল্যাহ, তরুণ লীগের সভাপতি এইচএম জাকির প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ