আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করলো খেলাঘর

বাংলাদেশ স্বাধীনের ৫০ বছর (স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী)উদযাপন করেছে খেলাঘর নারায়ণগঞ্জ।শুক্রবার ২৬শে মার্চ সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে পালন করেছে শিশু-কিশোরদের এই সংগঠনটি।

সকাল ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গান, নৃত্য, বক্তৃতা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় বক্তব্য রাখেন খেলাঘর নারায়ণগঞ্জ সভাপতি রথীন চক্রবর্তী।  

পরে শহিদ মিনার থেকে জাতীয় পতাকার মিছিল করা হয়। মিছিলটি চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক ঘুরে আবার শহিদ মিনারে এসে শেষ হয়।

অনুষ্ঠানে খেলাঘর নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রুপ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, বাসদ , জেলা ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ