আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বর্ণেরবারসহ গ্রেফতার ২

বন্দরে কদমতলী

স্বর্ণেরবারসহ

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইজারে একটি বাজার থেকে চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলা উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য জানান।

গ্রেফতার কৃত দুইজন হলেন, উপজেলার নয়নাবাদ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ (২২)। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত ৪শ’৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা। পুলিশ জানায়, আটককৃতরা সিন্ডিকেট করে বিদেশ হতে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ