আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ গ্রেফতার-৫

স্বর্ণেরবারসহ গ্রেফতার

স্বর্ণেরবারসহ গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পুর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩’শ ফুট সড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্বর্ণ গুলো উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার সদর থানার কোদালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাদিম (২০), নিলিখা এলাকার আব্দুল আলীর ছেলে কামাল (৩৫), সামসু খায়ের ছেলে কাজল মিয়া (৩৫), রায়পুরা থানার বারকান্দি এলাকার মোস্তফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), আইলমারা এলাকার তারা মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, পুলিশের কাছে সংবাদ ছিলো সকালে মালেশিয়া থেকে যাত্রীবেসে একদল চোরাচালানকারী অবৈধ ভাবে স্বর্ণেরবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে পুর্বাচলের দিকে রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিত্বে জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আনিচ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ একদল পুলিশ পুর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩’শ ফুট সড়কে মাইক্রোবাসটি আটক করে। এসময় মালেয়শিয়া প্রবাসী নাদিম, কামাল, কাজলসহ নুরে আলম ও শফিকুল ইসলামের কাছ থেকে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবার উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তদের দাবি, মালেয়শিয়া থেকে একদল দালাল তাদের কাছে স্বর্ণেরবার গুলো দিয়ে দিয়েছে। ওসি আরো জানান, এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।