নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কে ডিও লেটারের মাধ্যমে থানার ওসি নিয়োগ না দেয়ার অনুরোধ জানিয়েছেন ।
পুলিশ সপ্তাহ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাথে এসপি এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের বৈঠকের সময় তিনি স্বরাষ্টমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান বলেন, আট ঘন্টার বেশি কাজ করলে সকল সরকারি কর্মকর্তা ওভারটাইম পান কিন্তু পুলিশ কেন পায় না? কেন এই বৈষম্য থাকবে? স্বরাষ্টমন্ত্রীর কাছে জানতে চান ডিআইজি হাবিবুর রহমান।
এছাড়া অন্যান্য জেলার এসপি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন ওই বৈঠকে। সবার বক্তব্য শেষে বক্তব্য রাখেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের দাবি-দাওয়াগুলো শুনলাম, এগুলো যৌক্তিক। আশা করি আপনারা এগুলো পাবেন।