আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বপন হত্যা মামলায় পিন্টু ও রত্মার বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আলোচিত কাপড় ব্যবসায়ী স্বপন কুমার সাহা হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারী) জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলার চার্জ গঠন করা হয়। মামলায় স্বপন কুমার সাহা হত্যা মামলায় পিন্টু দেবনাথ ও তার বান্ধবী রত্মা রানী চক্রবর্তীকে আসামী করে চার্জ গঠন করা হয়েছে। এসময় আদালতে উভয় আসামী উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন  এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার মামলার দুই আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, মামলার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেয়া হবে।