সংবাদচর্চা রিপোর্ট:নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার আসামি পক্ষের যুক্তি তর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিছুর রহমানের আদালতে রত্না ও মামুন মোল্লার যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয় ।
যুক্তি তর্কে অংশ নেয় আসামী পক্ষের এড.টিটু, এড.রতন কান্তি ধর, এড.মশিউর রহমান।
জানা গেছে স্বপন হত্যায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য সাক্ষীরা হলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুল মহসীন ,সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা ও এজাজুল হক, অজিৎ কুমার সাহা, বন্ধু বিশ্বজিৎ সাহা, পরিচিত নয়ন সাহা, বিকাশ চন্দ্র সাহা, কালু মাঝি ও অমূল্য চন্দ্র সাহা ।
আদালতে বাদী পক্ষের আইনজীবি সরকারি (পিপি) এডভোকেট এস.এম.ওয়াজেদ আলী খোকন , এড.মৃণাল কান্তি দত্ত বাপ্পি, এড.জয়ন্ত কুমার ঘোষ, এড. মিনহাজ ইসলাম, নিহত স্বপনের ভাই অজিত কুমার সাহা উপস্থিত ছিলেন। । এ সময় অজিত কুমার সাহা ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বাদী পক্ষের আইনজীবি সরকারি (পিপি) এডভোকেট এস.এম.ওয়াজেদ আলী খোকন জানান, আগামী (১২ সেপ্টেম্বর) পিন্টুর যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। এবং অতি শীগ্রই এই মামলার রায় ঘোষনা করা হবে।