সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা শনিবার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
অভিযোগে স্কুল ছাত্রীর মা উল্লেখ করেন, উপজেলা সাদিপুর ইউনিয়রের সোনারগাঁ নলেজ কিং স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীতে পড়ে। গত মঙ্গলবার স্কুল থেকে বাড়ী ফেরার পথে কোনাবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে মোশারফের নেতৃত্বে কবির হোসেন, রিফাত মনির হোসেন জাবেদ সেলিনা আক্তার ও বাতেনের নেতৃত্বে একটি মাইক্রেবাসে তার মেয়েকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।