আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার বিষয়ে অভিভাবকদের কাছে বিচার চাওয়ায় ওই ছাত্রীর মাকে পিটিয়ে জখম করেছে এলাকার বখাটেরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কামরানীরচর গ্রামে। ঘটনাটি ১৭ অক্টোবর বিকেলে ঘটলেও গতকাল বৃহষ্পতিবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর পিতা। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই গ্রামের ছানাউল্লাহ মিয়ার কন্যা পাঁচগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (১৪) কে স্কুলে যাতায়তের পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী দস্তরদী গ্রামের মোতালিবের ছেলে রাজিব, জামানের ছেলে জুয়েল ও মোন্তাজউদ্দীনের ছেলে জনি।
এ নিয়ে ঘটনার দিন বিকেলে ছাত্রীর মা হামিদা বেগম (৪৫) বখাটেদের অভিভাবকদের কাছে নালিশ করতে গেলে তাকে পিটিয়ে জখম করে বখাটেরা। মুমূর্ষু অবস্থায় ছাত্রীর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।