আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে স্কুলের জমি বিক্রির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

স্কুলের জমি বিক্রি

স্কুলের জমি বিক্রি

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জ জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ ডিজিটাল স্কুল নির্বাচিত বিদ্যানিকেতন হাই স্কুলের জমি ষড়যন্ত্র ও প্রতারনার মাধ্যমে বিক্রি করার চেষ্টার প্রতিবাদে এবং জমি প্রতারক শম্ভু নাথ দে’কে গ্রেফতারের দাবীতে স্কুলের প্রায় ১ হাজার ৫ শ’ ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
রোববার সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উপস্থিত ছিলের স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন, ডাঃ আনিসুর রহমান।
বক্তারা জানান, ২০০৭ সালে সরকারের লীজ প্রাপ্ত ২৬ শতাংশ জমির উপর উপর এ স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় কয়েকজন প্রতারক ভুয়া দলিলের মাধ্যমে এ জমি বিক্রি করার পাঁয়তারা করছে।
এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।