আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্কুলছাত্রী সহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

স্কুলছাত্রী

স্কুলছাত্রী

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা স্কুলছাত্রীসহ একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। বুধবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাও গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোশারফ হাসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মা ফাতেমা বেগম ও বোন পাঁচরুখী কে, এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইভা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নোয়াগাও গ্রামের মোশারফ হোসেন ও শাহাদাতের পরিবারের মধ্যে বাড়ির সীমানা সংলগ্ন ১৫ শতাংশ জমি নিয়ে বেশ কয়েক বছর যাবত বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদসহ স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিষয়টি সুরাহা হয়নি। বুধবার দুপুরে দুই পরিবারের মহিলাদের মধ্যে এ ব্যাপারে বাকবিতন্ডা হয়। পরে ওইদিন বিকেলে প্রতিপক্ষ শাহাদাতের লোকজন মোশারফের পরিবারের উপর হামলা চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে একই পরিবারের তিনজনকে গুরুতর আহত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ