আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরলেন সোনারগাঁয়ের মান্নান


সোনারগাঁ প্রতিনিধিঃ পরিবারের স্বপ্ন পূরনে নিজের স্বপ্ন অধোরা রেখে দীর্ঘ ২৫ বছর সৌদি আরবে চাকুরী করে গতকাল শুক্রবার বিকেলে লাশ হয়ে ফিরলেন আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তি। পারিবারিক চাপের কারনে দুঃশ্চিন্তায় পড়ে গত রবিবার সৌদি আরবের রিয়াদে হঠাৎ স্টোক করে তার মৃত্যু হয়েছে। মৃত আব্দুল মান্নান সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক নয়াগাঁও এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী, ছেলে, মেয়ে ও পরিবারের সবার স্বপ্ন পূরনের লক্ষে চাকুরীর সুবাদে বিগত ২৫ বছর পূর্বে আব্দুল মান্নান সৌদি আরবে যায়। এর মধ্যে কয়েক দফা ছুটি নিয়ে বাড়িতে আসা যাওয়া করেছেন তিনি। আবারো চলতি মাসের ৫ তারিখে ছুটিতে বাড়ি আসার কথা ছিল তার। কিন্তু এবার আর তা হলনা পৃথিবী থেকে চিরতরে ছুটি নিলেন আব্দুল মান্নান। গতকাল শুক্রবার লাশ হয়ে বাড়ি ফিরতে হল তাকে। মান্নানের মৃত্যুর ঘটনায় চাঁন্দেরচকসহ আশপাশের এলাকার বাতাস ভারী হয়ে গেছে। এঘটনায় শোকে কাতর এলাকাবাসী ও মান্নানের পরিবার।