নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, সোনালি ব্যাগের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বেকার সমস্যা দূর হবে। দেশী শিল্পের বিপ্লব ঘটবে। পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব সোনালি ব্যাগ দ্রুত বাজারজাত করা হবে। সোনালী ব্যাগের ম্যানুয়েল পাইলট প্ল্যান্ট বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ সরবরাহের ব্যবস্থা করা হবে।
সোমবার রাজধানীর ডেমরাতে অবস্থিত লতিফ বাওয়ানী জুটমিলে সোনালী ব্যাগের পাইলট প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে বিজেএমসির উদ্যোগে একটি ম্যানুয়েল পাইলট প্ল্যান্ট দিয়ে সোনালী ব্যাগ তৈরির কাজ চলছে। বহি:বিশ্বে পাট জাত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ২৩৫ দরনের পাট জাত পণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। পাটপণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে চারকোল, ভিসকস, পাটপাতার পানীয়সহ নতুন নতুন বহুমুখী পণ্য উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
গোলাম দস্তগীর গাজী বলেন ,সোনালি ব্যাগ বিভিন্ন রং এর হবে। দর্শক সহজে গ্রহণ করবে। সরকারের পাশপাশি ব্যক্তিগত মালিকানায়ও এটির বিস্তার বাড়ানো হবে। এখন আর কোনো পাট নষ্ট হবে না। পাট চাষীরা ন্যায্য মূল্য পাবে।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো: নাসিম, সোনালি ব্যাগের উদ্ভোবক ও বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা মোবারক হোসেন, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক,দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান প্রমুখ। ।