সংবাদচর্চা রিপোর্ট:
সোনারগাঁর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ এক নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) নিখোঁজ ছিলো। ১ এপ্রিল সোমবার সকালে মুন্সীগঞ্জের পাশের চরহোগলার কাছে ইসমানিরচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
রিতা নরসিংদী জেলার মনহরদি উপজেলার বড়চাপা গ্রামের আবুল হানিফের মেয়ে। তিনি বরপা চেঙ্গইন এলাকায় থাকতেন।
নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফট্যানেন্ট এম এম আতিক জানান, রিতা নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলা নির্বাচনে চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
রোববার ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপালন শেষে দুইটি ট্রলার ও একটি স্পিড বোট নিয়ে ভোটের সামগ্রী সহ দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা সদরে ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়।
ট্রলারটিতে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও নারী আনসারসহ ১৯-২০ জনের মতো যাত্রী ছিলেন।
প্রিজাইডিং অফিসার ইউসিবি ব্যাংকের কর্মকর্তা বোরহান উদ্দিন (৩৮) ও নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম (৪০) ও আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ ছিল।
কোস্টগার্ড কর্মকর্তা এম এম আতিক বলেন,“রিতার লাশ মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কোস্টগার্ডের জেডিতে রাখা হয়েছে।এছাড়া মেঘনা থেকে সেলিমের ব্যাগ উদ্ধার করা হয়েছে;ব্যাগে তার পরিচয়পত্র পাওয়া গেছে।”
নিখোঁজদের সন্ধানে মেঘনায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।