আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁ ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রা

মাজহারুল ইসলাম :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতির উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) শাহীনুর ইসলামের সভাপতিত্বে  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কার্যে শ্রদ্ধার্ঘ্য অপর্ণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু ও আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরে ফাউন্ডেশন চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি সোনারগাঁয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সাংস্কৃতিক মঞ্চে গিয়ে মিলিত হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন  সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সামসুল ইসলাম, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পৌরমেয়র সাদেকুর রহমান, সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধ সংসদ ও বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার পক্ষে জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, ওসি মোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন।