আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার। রোববার সকালে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়। পরে মুজিববর্ষে ৫০ হাজার ফল গাছ লাগানোর উদ্যোগের অংশ হিসেবে পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন তিনি।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা হয়। আর এ জন্য আমাদেরকে বেশি করে গাছ রোপন করতে হবে। গাছের মাধ্যমে একদিকে পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয়, তেমনি অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গ।