নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ছাত্র লীগের কাউন্সিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া । বিশষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মহিলা নেতৃ ডা. শিরিন , সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান রাশেদ , সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ , নারায়ণজেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্নসম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেন , আলহাজ্ব মোঃ শাহজাহান খাঁন ,উপজেলা দেওয়ান মুস্তাফিজুর রহমান , উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, মোঃ জাকির হোসেন জাকু, জামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ রানা ভূঁইয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ সহ এলাকার নেতৃবৃন্দ। অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, আগামী একদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করিতে সোনারগাঁও ছাত্রলীগ কঠিন ভূমিকা পালন করবে। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে। আমার তাদের ষড়যন্ত্র রুখে দেব।