সোনারগাঁ প্রতিনিধি:
সেনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিনুর ইসলামের ও উদ্যোগে বুধবার উপজেলা মিলনায়তনে পবিত্র মাহে রমজানের ৬ষ্ঠ দিনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,স্থানীয় সাংবাদিকবৃন্দ সাধারণ মানুষদের নিয়ে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে ইফতারের পুর্বে ইসলামিক জ্ঞানগম্ভির বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম । কোরআন তালাওয়াত শেষে বিশেষ মুনাজাত করেন সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট নূরজাহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল , কাঁপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদার সহ স্থানিয় সাংবাদিক বৃন্দু।