আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁ উপজেলা নির্বাচনে আ.লীগের প্রার্থী বাছাই

সোনারগাঁ প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করার জন্য বুধবার সোনারগাঁ রয়েল রির্সোটে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃনমূল থেকে চার জন প্রার্থীর নাম প্রস্তাব করে তালিকা তৈরী করা হয়েছে। তার মধ্যে রয়েছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে রয়েছে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলম রূপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুদ্দিন খান আবু, যুবলীগ নেতা বাবুল ওমর বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক নেকবর হোসেন নাহিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, প্রমিজ চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মাহামুদা ইসলাম ফেন্সী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঊর্মি আক্তার, সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার, শ্যামলী চৌধূরী।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।