আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় স্টিল মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে রহিম স্টিল মিলে ওই ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকেরা হলো, মকবুল হোসেন (৪০), সামছুল হক (২০) ও সাগর আহমেদ (৪২)। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরিত হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরো জানান, দগ্ধদের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্য দুইজনের ২০ শতাংশ পুড়ে গেছে।