নিজস্ব প্রতিবেদক:
ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ’র চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান ভূঁইয়া বাবুলের ব্যক্তিগত অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বুধবার উপজেলার বারদী ইউনিয়নের ২’শ অস্বচ্ছল হিন্দু পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়া, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারিস মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, রিপন মুন্সি, হযরত আলী ও শিবুসহ আরও অনেকে।
লায়ন মাহবুবুর রহমান ভূঁইয়া বাবুল বলেন, সোনারগাঁয়ে করোনার প্রাদুর্ভাবের পর বিগত আড়াই মাস ধরে সামাজিক সংগঠন ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ’র উদ্যোগে বারদী ইউনিয়নের বেকার, দুঃস্থ, অসহায় ও ঘরবন্দি মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হচ্ছে।
এছাড়া ভূঁইয়া ফাউন্ডেশন প্রতিবছর মুক্তিযোদ্ধাদের জন্য সংবর্ধনার আয়োজন করে থাকে। করোনা পরিস্থিতির কারনে এ বছর তাদেরকে ঈদ উপহার দেয়া হয়েছে। তাছাড়া এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, দুর্যোগকালীন সময়ে দূর্গত মানুষকে সহযোগিতা, ঈদে চিনি সেমাই ও ঈদ সামগ্রী বিতরন, বৃক্ষ রোপণ, রমজান মাসে যাকাত, ফিতরা কার্যক্রম, ইসলামিক সম্মেলন এবং শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।