আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে হেরোইনসহ গ্রেফতার তিন ডাকাত রিমান্ডে

বিপুল পরিমাণ  (৪৫০ পুরিয়া) হেরোইনসহ সোনারগাঁয়ে গ্রেফতার ৩ ডাকাত কে ১ দিনের রিমান্ড দিয়েছে নারায়নগঞ্জের একটি আদালত। বুধবার (৩১ জুলাই) দপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটককৃতরা হলেন- আড়াইহাজারের ঝাউকান্দি এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৫), নরসিংদী জেলার চরমাধবদী এলাকার খলিলের ছেলে রুবেল (৩২) ও মাধবদী গজারচর এলাকার বাবুল মিয়ার ছেলে সজীব (২৬)।

প্রসঙ্গত  মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সোনারগাঁ বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫ লাক্ষ টাকা মূল্যের ৪’শ ৫০পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।