আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিলে ককটেলসহ গ্রেফতার ২

সোনারগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ২০-২৫ জন নেতাকর্মী। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়ায় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে ২ জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে সাখাওয়াত ও শাহাজাহান নামে ২ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের দেহ তল্লাশী করে দুটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ককটেল সাথে নিয়ে মিছিল করছিলো।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভির আহমেদ ককটেলসহ স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্রামের ইউনুস মোল্লার ছেলে এবং শাহজাহান জালকুড়ি এলাকার মৃত তাহের আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সালুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনজুর হোসেন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লাহ মোঃ সাখাওয়াত হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লা, পিয়ার হোসেন নয়ন, হাসিবুল হোসেন রনি, কবির প্রধান, আফজাল হোসেন, সফিকুল ইসলাম, কামরুল হক, মোঃ শাহজাহান, ডালিম প্রধান, আলম মিয়া ও কামাল হোসেনসহ ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ