সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আনন্দবাজার এলাকায় হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে মাদক বিরোধী অভিযানে সাহসী ভূমিকা পালন করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এসআই আবুল কালাম আজাদ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক নির্দশনা মূলক বক্তব্য দেন। গনসংবর্ধনা অনুষ্ঠানে হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান সরকার, ইউপি সদস্য আব্দুল বাছেদ, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সুজন মিয়া, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, হারুন অর রশিদ, রবিউল ইসলাম, তাসলিমা আক্তার, আলমগীর হোসেন, মাসুদরানা, রাকিবুল হাসান, ফজলুল করিম, কমল দাস, চম্পা ঘোষ ও শারমিন আক্তার প্রমূখ।