মাজহারুল ইসলামঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়ি মজলিস এলাকা থেকে আরিয়ান নামের এক শিশু নিখোঁজের অভিযোগ উঠেছে।সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়।মঙ্গলবার দুপুরে নিখোঁজ আরিয়ানের মামা আল আমিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
জানা যায়,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের আবু বক্কর ভূইয়া বাড়ির ভাড়াটিয়া পাশ্ববর্তী গজারিয়া গ্রামের খাজা মইনুদ্দিন খোকনের ছেলে আরিয়ান(৪)সন্ধ্যায় বাড়ির সামনে খেলা করছিল।সন্ধ্যায় সাড়ে ৭টার পর থেকে তাকে আর পাওয়া যায়নি।মঙ্গলবার দুপুরে আরিয়ানের মামা আল আমিন বাদী হয়ে সোনারগাঁও থানার একটি সাধারণ ডায়েরী করেন।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান,শিশু আরিয়ান নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী নেওয়া হয়েছে। নিখোঁজের সন্ধানে পুলিশের উদ্ধার চেষ্ঠা চলছে।