আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শিক্ষক সমিতির কার্যালয় উদ্বোধন 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ের শুভ উদ্বোধন করেছেন।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল ও উপজেলার সহকারি শিক্ষা অফিসারবৃন্দ। এসময় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।