আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে লাল মিয়া হত্যাকাণ্ডে হাজী আনোয়ার সহ ৮ জনের নামে মামলা

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ললাটি মধ্যপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাল মিয়া নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ভূমিদস্যু হাজী আনোয়ার সহ ৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী আফিয়া খাতুন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন- ললাটি মধ্যপাড়া এলাকার মৃত লতিফ ভূঁইয়ার ছেলে সামাদ ভূঁইয়া (৫৫), ছামাদ ভূঁইয়ার ছেলে মহিউদ্দিন (৩০) ও জসিম (২৬), একই এলাকার করিম ভূঁইয়ার ছেলে ইমরান ভূঁইয়া (২৫), জামপুর ইউপির হাতুরাপাড়া এলাকার গোলজার হোসেন (৩৫), বন্দর উপজেলার মুরাদপুর এলাকার মৃত বাতেনের ছেলে হাবুল্লাহ (৪০) ও মদনপুর এলাকার মিঠু (৩৫)।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে ভূমিদস্যু হাজী আনোয়ার সহ অন্যান্য আসামীরা রাম দা, চাপাতি, কুড়াল, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে উপজেলার ললাটি মধ্যপাড়া এলাকায় খোরশেদ মিয়ার বসতবাড়ি দখল করতে আসে। এসময় তারা খোরশেদের ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং সুকেচের ড্রয়ার থেকে নগদ ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় খোরশেদের ফুপা লাল মিয়া ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথারি পিটিয়ে মারাত্মক আহত করে।

এসময় তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।