আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে রাজনীতি নিয়ে শয়তানির খেলা চলছে: এমপি খোকা

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেছেন,  সোনারগাঁয়ে রাজনীতি নিয়ে শয়তানির খেলা চলছে। জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতাদের শয়তানদের কাছ থেকে দুরে থাকার আহবান জানান।  তিনি সোমবার ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা ও দলীয় নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনায়  সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য নূরে আলম খান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক পুরুষ ও মহিলা সদস্য সহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সহযোগী অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।