আজ মঙ্গলবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের জরিমানা

সোনারগাঁ প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকার করার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে কারেন্টজাল ও জাটকা মাছ সহ ৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস অফিস। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যোরবাজার নৌ- ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল জলিল সহ তার একটি দল নিয়ে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ লাখ মিটার কারেন্টজাল ও ৪০ কেজি জাটকা মাছ সহ হোসেন মিয়া, মোকারম হোসেন, দয়াল চান, খোরশেদ আলম, শরীফুল ইসলাম ৫ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ