আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মামলা তুলে নিতে গৃহবধূকে প্রাণনাশের হুমকী

সোনারগাঁ প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেরপাড়া গ্রামে শামীমা আক্তার নামে এক গৃহবধুর দায়ের করা চাঁদাবাজী মামলা তুলে নিতে আসামীরা হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া উঠেছে। এ ঘটনায় রোববার ওই গৃহবধু বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি জিডি করেছেন।

জানা গেছে, সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেরপাড়া গ্রামের ব্যবসায়ী রাসেল আহাম্মেদের স্ত্রী শামীমা আক্তারের কম্পিউটারে বানানো ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে হাড়িয়া বৈদ্যেরপাড়া গ্রামের মুসা বেপারীর ছেলে আমির হোসেন ও সালাউদ্দিন বেপারীর ছেলে ইসমাইল হোসেন দশ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা না পেয়ে ওই গৃহবধুকে পিটিয়ে মারত্মক আহত করে।

এলাকাবাসীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে।

আহত গৃহবধূ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করলে সোনারগাঁও থানা পুলিশ আসামীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। আসামীরা জামিনে বের হয়ে এসে মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতে মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে (১০ ডিসেম্বর) রোববার তিনি থানায় একটি জিডি করেছেন।

সোনারগাঁও থানার ওসি অপারেশন আব্দুল জব্বার বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।