আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাদক সম্রাট সালু গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার মাদক সম্রাট সালাউদ্দিন ওরফে সালুকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।
(২৭ নভেম্বর) সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক সফিউল্লাহ মির্জা সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ গত চলতি বছরের ১ জুলাই সোনারগাঁও থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইমাম আহাদ মাদক সম্রাট সালাউদ্দিন ওরফে সালুর বাবা চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতারী পরোয়াণা মূলে গ্রেফতার করতে যায়। এ সময় ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করলে, তার ছেলে মাদক সম্রাট সালাউদ্দিন ওরফে সালুর নেতৃত্বে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইমাম আহাদ এর উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী বাবুল ও তার ছেলে মাদক সম্রাট সালাউদ্দিন ওরফে সালুসহ ১০-১৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার পর থেকেই দীর্ঘ দিন পর্যন্ত মাদক সম্রাট সালাউদ্দিন ওরফে সালু পলাতক ছিল।