নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ে ২ জন মাদক মামলার আসামীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ড প্রাপ্ত আসামীদ্বয় হলেন, পঞ্চবটি এলাকার আব্দুল রব মিয়ার ছেলে শাহ আলী (৪১) শাহ আলম (৪০) ।
২০ মার্চ (বুধবার) সকালে আসামীদ্বয়ের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ । জানা যায়, শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এর আদালতে এ রিমান্ড মনজুর করেন ।
এজাহার সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ১৫ই জানুয়ারি বিকেল ৫টায় ঝাউচর এলাকায় মাইনউদ্দিনের জেরিন ষ্টোরের দোকানের সামনে ৪-৫ জন আসামী ইয়াবা বিক্রি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয় ।
সোনারগাঁ থানার সাব ইন্সপেক্টর অব পুলিশ আবুল কালাম আজাদ বলেন , আসামীরা একজন পেশাদার মাদক ব্যবসায়ী । তাদের সাথে জড়িত থাকা আরো অজ্ঞাত আসামীদের চিহ্নিত করার উদ্দেশ্যে এজাহারের তালিকা ভুক্ত এ ২জন আসামীকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছে ।