আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকান্ড, শতাধিক টিনশেড ঘর পুড়ে ছাই

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর উত্তরপাড়ায় আজ রাতে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক টিনশেড ঘর পুড়ে যায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষরা দাবি করছেন। খবর পেয়ে ডেমরার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর উত্তরপাড়া গ্রামের গোলজার হোসেনের বাড়িতে  বুধবার রাত ৮টায় প্রথমে রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গোলজার হোসেনের টিনশেড ঘর ২০টি, নুর মোহাম্মদের ২০টি, বাতেন মিয়া, শরীফ মিয়ার ২২টি ও  টুলু মিয়া  ২০টি ঘর সহ শতাধিক ঘর পুড়ে যায়। খবর পেয়ে ডেমরার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক গোলজার হোসেন ও নুর মোহাম্মদ জানান, অগ্নিকান্ডে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা সহ প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

ডেমরা ফায়ার স্টেশন কর্মকর্তা ফকরুদ্দিন জানান, আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ