আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের অভিযোগ

সংবাদচর্চা রিপোর্ট : সোনারগাঁয়ের হাবিবপুরে ছোট ভায়ের পৈত্রিক সম্পত্তি বড় ভাই দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭/০৬/১৯ইং তারিখে সোনারগাঁ থানায় বড় ভাই আবু কাশেম মোল্লাকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবু জাহের মোল্লা।

অভিযোগে জানান, সোনারগাঁ থানাধীন হাবিবপুর মৌজাস্থিত এস এ-৬৫, ২৪৪ দাগে ১৩ শতাংশ (মার্কেট) নিয়া বিরোধ চলে। বিরোধের জের ধরে অপর সহোদর ভাই আবু কাশেম মোল্লা (৫৫) বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং জোর পুর্বক সম্পত্তি দখলের পায়তারা করে আসছেন। এ ব্যাপারে এলাকায় সালিশও হয়েছে। এরপর সম্পত্তি জবর দখলের পায়তারা করেছে।

এ ব্যাপারে গত ২৯/০৬/১৯ইং তারিখে সোনারগাঁ থানা হতে কাঃ বিঃ ১৬০ ধারায় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ প্রদান করা হয়। এ বিষয়ে গত ০১/০৬/১৯ইং তারিখে সোনারগাঁ থানায় হাজির হতে বলা হয়। এরপর ও বিবাদী পক্ষ কোন প্রকার কর্ণপাত না করে সম্পত্তি জবর দখলের পায়তারা করেছে বলে বাদীর অভিযোগ।

সূত্র মতে’ ৫ কোটি টাকার সম্পত্তি নিয়ে ৩ ভাইয়ের মধ্যে গত প্রায় ৩ বছর যাবত বিরোধ চলে আসছে। এ ব্যাপারে এলাকায় একাধিকবার বিচার-সালিশী সভা হলে ও এর কোন প্রতিকার হয়নি । ছোট ভাই জাহের মোল্লার বিরুদ্ধে মামলাও রয়েছে।

অভিযোগের বিষয়ে গতকাল সোমবার মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ স্থানীয় ভাবে মিমাংশা করার জন্য একটি তারিখ নির্ধারিত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা মোঃ মনির হোসেন, জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ লিটন, মোঃ হাজী নুরুজ্জামান, হুমায়ূন প্রধান, আতাউর রহমান, মোঃহেলাল উদ্দিন আলমগীরসহ প্রমুখ।