নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ উপজেলার পেরাব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ।শুক্রবার (০৫ এপ্রিল) বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর চাচা তোফাজ্জাল হোসেন বাদি হয়ে রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।