বিপুল পরিমাণ (৪৫০ পুরিয়া) হেরোইনসহ সোনারগাঁয়ে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সোনারগাঁ বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউকান্দি এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৫), নরসিংদী জেলার চরমাধবদী এলাকার খলিলের ছেলে রুবেল (৩২) ও মাধবদী গজারচর এলাকার বাবুল মিয়ার ছেলে সজীব (২৬)।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে ৪৫০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এদের মধ্যে রহিমের নামে ৬টি ও রুবেলের নামে ৫টি ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারা বর্তমানে ডাকাতির পাশাপাশি মাদক সেবক ও ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।