আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোশারফ গ্রেফতার

সোনারগাঁয়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারাফ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোশারফ হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের কবির আহম্মেদের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার দেহ তল্লাসী করে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মোশারফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ