নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রাম থেকে ওয়ান শুটারগান, একটি ইয়ারগান ও চার রাউন্ড গুলিসহ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ ও বিএনপি রানা নামের ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার চরগোয়ালদী গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি ইয়ারগান ও চার রাউন্ড কার্তুজের গুলিসহ মাহফুজ ও রানা নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহফুজ চরগোয়ালদী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রানা চরগোয়ালদীর (মীর বহারের কান্দি পাড়ার) শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।