সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরতালিমাবাদ এলাকায় মঙ্গলবার সকালে বাড়ীর সীমানা নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান,উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরতালিমাবাদ এলাকায় সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী ইসহাক মিয়ার সঙ্গে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকালে সিরাজুল ইসলাম তার বাড়ীতে ঘর নির্মাণ করতে গেলে ইসহাক মিয়া বাধা দেওয়ায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর জের ধরে ইসহাক মিয়া ও তার সহযোগি শহীদুল্লাহ, আক্তার হোসেন, রাব্বী মিয়া, সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, সাইদুল ইসলাম, এমদাদ হোসেন, কামাল হোসেন, আল আমিন সহ ১০/১২ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সিরাজুল ইসলাম, তার ভাই আবুল হোসেন, ভাতিজা ইজ্জত আলী সহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজুল ইসলামের ভাতিজা আলম মিয়া জানান, বাড়ী সীমানা নিয়ে বিরোধে সন্ত্রাসী ইসহাক ও তার সহযোগীরা আমাদের পরিবারের চারজনকে কুপিয়ে আহত করেছে। অপর দিকে ইসহাক মিয়া জানান, সংঘর্ষে আমাদের লোকজনও আহত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।