আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী আলীনুর নিহত

সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে

সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী আলীনুর (৫০) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ৩০ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে সোনারগাঁ পৌরসভার চিলারবাগ বালুর মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় আলীনুরের কাছ থেকে ৩’শ পিছ ইয়াবা, দেড় কেজি গাঁজা, ১টি ওয়ান সুটারগ্যান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আলীনুর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। বন্দুকযুদ্ধে সোনারগাঁ থানার এএসআই শাহীনউল্লাহ, এএসআই ইমামুল ইসলাম, কনস্টেবল কাউসার ও বাকীবিল্লাহ আহত হয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) জানান, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই আব্দুল হক শিকদার সহ পুলিশের একটি টিম পৌরসভার চিলারবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান চালাই।

এসময় চিলারবাগ বালুর মাঠে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আলীনুর ও তার সহযোগিদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে আলীনুর মাটিতে লুটিয়ে পরে এবং তার সহযোগিতা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে পুলিশের এএসআই শাহীনউল্লাহ, এএসআই ইমামুল ইসলাম, কনস্টেবল কাউসার ও বাকীবিল্লাহ আহত হন। পরে গুলিবিদ্ধ আলীনূরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওসি আরো জানান, আলীনুরের কাছ থেকে ৩’শ পিছ ইয়াবা, দেড় কেজি গাঁজা, ১টি ওয়ান সুটারগ্যান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৬টি মাদকের মামলা ও ৪টি অন্যান্য মামলা রয়েছে। তাকে ধরিয়ে দেয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করা হয়েছিলো।