আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পুলিশের মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সোনারগাঁ থানা পুলিশ। ১২ ডিসেম্বর ( শনিবার) সকালে সোনারগাঁ উপজেলা চত্তরে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই শ্লোগানে মাননবন্ধন করা হয়। সভা বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান। উল্লেখ্য একটি মৌলবাদী গোষ্ঠী সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে । যার প্রেক্ষিতে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করছে।