আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় আষাঢ়িয়ারচর ব্রীজ সংলগ্ন জঙ্গলের ভিতর থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত, রাম দা ও চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গত সোমবার গভীর রাতে একদল ডাকাত উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় আষাঢ়িয়ারচর ব্রীজ সংলগ্ন জঙ্গলের ভিতরে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে জানাতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওখানে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের ইসমাঈলের ছেলে আল-আমিন (২৬), একই উপজেলার নতুন চরচাষী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জুয়েল (২৯) ও পারভেজের ছেলে শান্ত (২১) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে তুহিন (২১) নামের ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছি।

এসময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত, রাম দা ও চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসআই আজাদ জানান, ডাকাত আল আমিনের বিরুদ্ধে ৬ টি, জুয়েলের বিরুদ্ধে ৭টি, শান্তর’র বিরুদ্ধে ৩টি ও তুহিনের বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা রয়েছে। এরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

স্পন্সরেড আর্টিকেলঃ