আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সোনারগাঁ থানার আয়োজনে রয়েল রির্সোটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান।  উপজেলা পূূূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ বাবু ও  সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র আলী আকবর, কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সংরক্ষিত কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভিন আক্তার, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান ঈসমাইল হোসেন, উপজেলার প্রতিটি পুজামন্ডপ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত জানান, প্রতিটি মন্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার দাবি করেন। তিনি আরো বলেন, কোনো মন্ডপে গাজাঁ খোর পেলে আটক করবেন যদি কোনো কমিটির লোক সুপারিশ করে তাকেও আটক করবেন।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন, সোনারগাঁয়ে বর্তমানে ক্রাইম নেই বললেই চলে। বাংলাদেশ পুলিশ এখন নয় অতীতেও জাতির পাশে দাড়িয়েছে। দূর্গা পূজা যাতে উৎসব মূখর করতে পারে। প্রতিটি মন্ডপে অফিসারদের দায়িত্বভাগ করে দেওয়া হবে। পুলিশের সংখ্যা অপ্রতুল তাই সকলকে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতার আহবান জানান।

 

সর্বশেষ সংবাদ