আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট

সোনারগাঁ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে নদী পথে ফেরার সময় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য মো. সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার ধলেশ্বরী নদীর ধলেশ্বর দিঘীরপাড় এলাকায় ভেসে উঠে নিহত এটিএসআই সেলিমের লাশ।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আজাদ জানান, সকালে বন্দর থানার ধলেশ্বরী নদীর ধলেশ্বর দিঘীরপাড় এলাকায় মো. সেলিমের লাশ ভেসে উঠে। পরবর্তীতে খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে নদী পথে প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার সদস্যসহ ২০ জন কর্মকর্তা ফিরছিলেন। এ সময় মেঘনা নদীর চরহোগলা এলাকায় তারা ঝড়ের মুখে পড়ে এবং তাদের ট্রলার ডুবে যায়। এতে ১৭ জন আহত হয় এবং প্রিজাইডিং অফিসারসহ তিনজন নিখোঁজ হন। পরে নিখোঁজ প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিন ও আনসার সদস্য রিতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন পুলিশ সদস্য মো. সেলিম।