নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি ও ইউনিয়ন কমিটিগুলো নিয়মিত ছাত্র নন ও অযোগ্য লোকদের কমিটিতে স্থান দিয়ে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যে কোনো কোনো ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার দাবি করেছেন ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতারা।
জানা যায়, দীর্ঘ দিন ধরে ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন নিয়ে ছাত্রলীগ নেতারা প্রহন গুনছিলেন। গত ২৫ অক্টোবর হাসান রাশেদকে সভাপতি ও রাসেল মাহামুদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতিটি ইউনিয়ন কমিটিও ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের এ ইউনিয়ন কমিটি গুলোতে নিয়মিত ছাত্র নন ও অযোগ্য লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ত্যাগী ছাত্রলীগ নেতারা।
এদিকে ছাত্রলীগের কমিটি ঘোষনার পর বারদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সোহাগ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বারদী ইউনিয়ন কমিটি বিলুপ্তির দাবি করে স্টাটাস দিয়েছেন। এতে নতুন কমিটিতে স্থান দেওয়া লোকদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতারা।
ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুঠোফোনে জানান, ছাত্রলীগের বারদী ইউনিয়ন কমিটিকে অযোগ্য লোকদের মোটা অংকের উৎকোচ নিয়ে কমিটিকে স্থান দিয়েছেন। যারা মাঠের ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদেরকে মূল্যায়ন করা হয়নি। স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের অবগত না করে অযোগ্য নাজমুল হাসানকে সভাপতি ও মনিরুজ্জামান সবুজকে সাধারন সম্পাদক করা হয়েছে। যাদেরকে ২০০ টাকার বিনিময়ে বিএনপির মিছিলে অংশ নিতে দেখা যায় তাদেরকে কমিটিকে স্থান দেওয়া হয়েছে। এ কমিটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ জানান, ছাত্রলীগের বর্তমান কমিটিতে অযোগ্য ও নিয়মিত ছাত্র নন এমন লোকদের টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। এ ধরনের কমিটি দিয়ে ছাত্রলীগ রাজপথে কোনো আন্দোলনে অংশ নিতে পারবে বলে মনে হচ্ছেনা।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ বলেন, ছাত্রলীগের কমিটিতে যোগ্য নেতাদের স্থান দেওয়া হয়েছে। কোনো টাকার কমিটি দেওয়া কথা অস্বীকার করেন তিনি।